পিরোজপুরের মঠবাড়িয়ার পূর্ব গুলিসাখালী গ্রামে বুধবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জুয়েল চৌকিদার (৩০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। অটোচালক জুয়েল চৌকিদার ওই গ্রামের সিদ্দিকুর রহমান চৌকিদারের ছেলে। সে তিন সন্তানের জনক।
হাসপাতাল সূত্রে জানাযায়, বুধবার সকালে অটোচালক জুয়েল নিজ বসত বাড়ির পুকুরের মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি সেচ করছিলেন। এসময় অসাবধানতাবশত সেচ মেশিনের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানান, মৃত অটোচালকের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন