শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উপনির্বাচনে হিরো আলমের প্রতীক ‘একতারা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:৫৯ পিএম

বগুড়া-৪ ও বগুড়া-৬ দুই আসনের উপনির্বাচনে আবারও সিংহ প্রতীক নিয়ে লড়তে চেয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে তাকে দেওয়া হয়েছে একতারা প্রতীক। বুধবার দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম হিরো আলমের হাতে তার বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) হিরো আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।

জেলা প্রশাসক সাইফ ইসলাম ব‌লেন, ‘মহামান‌্য হাই‌কোর্ট থে‌কে আমরা আদেশ পেয়েছি। আমাদেরকে হিরো আলমকে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে আজকে বগুড়া-৪ এবং বগুড়া-৬ এই দুটি আসনের উপনির্বাচনের জন্য তাকে ‘একতারা’ প্রতীক বরাদ্দ দেওয়া হলো।’

যদিও তার প্রথম পছন্দ ছিল ‘সিংহ’ প্রতীক। তবে ‘একতারা’ পেয়েও খুশি হিরো আলম। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি বলেন, ‘আমি সিংহ প্রতীক নি‌য়ে নির্বাচন কর‌তে চে‌য়ে‌ছিলাম। কিন্তু প্রতীক‌টি অন‌্য একটি রাজ‌নৈ‌তিক দলের নিবন্ধনে থাকায় আমি পাইনি। এতে আফ‌সোস নেই। বিকল্প প্রতীক হিসেবে আমি ‘একতারা’ চয়েস করেছিলাম। সেটিই পেয়েছি।’

হিরো আলম আরও বলেন, ‘গতবারের মতো এবারও অনেক যুদ্ধ করে আমাকে প্রার্থিতা পেতে হয়েছে। নির্বাচন সুষ্ঠ হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। সাধারণ মানুষ তাদের সেবা করার জন্য আমাকেই সুযোগ দেবেন বলে আমি নিশ্চিত। আগামীকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব। সোশ্যাল মিডিয়ায় এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব।’

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনে প্রার্থী হয়েছেন হিরো আলম। দুটি আসনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

যদিও দুটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল দেখিয়েছিল তারা। আইনি লড়াইয়ে মঙ্গলবার প্রার্থিতা ফিরে পান হিরো আলম। ২০১৮ সালের নির্বাচনেও হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফেরত আনতে হয়েছিল তাকে। যদিও নির্বাচনে জিততে পারেননি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন