দিনাজপুরের বিরলে নিখোঁজের চার দিন পর পুর্ণভবা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যাক্তি লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ।
নিহত ব্যাক্তি ওমর আলী (৫০) বিরল উপজেলার চককাঞ্চন বাইশা পাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
এলাকাবাসীরা জানান, গত শুক্রবার সকালে পুনর্ভবা নদীতে গোসল করতে নামলে গভীর পানিতে তলিয়ে যায় ওমর আলী। অনেক খুজা-খুজির পরেও পাওয়া না গেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার চেষ্টা চালায়। পরবর্তীতে পরের দিন গত শনিবার রংপুর থেকে আসা ডুবুরীদল উদ্ধার তৎপরতা চালালে তাও ব্যর্থ হয়।
বুধবার বিকালে ভাসমান অবস্থায় মৃত ওমর আলীর লাশ উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের বাইশা পাড়া নামক স্থানের নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিরল থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিরল থানার এস আই ওর্সিনি চন্দ্র রায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন