শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় জোড়া লাগানো বাছুর দেখতে উৎসুক মানুষের ভিড়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:৪৮ পিএম

খুলনার ডুমুরিয়ায় একটি গাভী জোড়া লাগানো বাছুর জন্ম দিয়েছে। খবরটি জানার পর উৎসুক মানুষ ভিড় করছেন গাভীর মালিকের বাড়িতে। আজ বৃহষ্পতিবার সকালে গাভীটি বাছুর দুটির জন্ম দেয়।
সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামে আবু তালেবের একটি গাভীর দুইটি বাচ্চা এক সাথে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছে। বাচ্চা দুইটির মাথা দুইটি, লেজ দুইটি, পা আটটি, পায়ুপথএকটি, কান দুটি ও পেট দুটি রয়েছে। বিকেলে এ রির্পোট লেখা পর্যন্ত বাচ্চা দুটি বেঁচে ছিল।
গাভীর মালিক আবু তালেব বলেন, সবই আল্লাহপাকের ইচ্ছে। জোড়াবাছুর দেখতে গ্রামবাসী ভিড় করছেন। বাছুর দুটি জন্মানো পর সুস্থ আছে। দু একদিন গেলে সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আরশাফুল কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এটি অপারেশন করা ব্যয় বহুল। ঢাকায় ভেটেরিনারি হসপিটালে এটি অপারেশন করা হয়। এ বিষয়ে গাভীর মালিক সিদ্ধান্ত নেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন