বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর প্রথম অডিশন আজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর পঞ্চম বছরের প্রথম অডিশন আজ বরিশালে অনুষ্ঠিত হবে। শহরের বরিশাল সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হবে এই অডিশন। ইতোমধ্যে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। অডিশন কার্যক্রম শেষে এ বিভাগ থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে ঢাকায় মূল অডিশনের জন্য অর্থাৎ ‘জাতীয় রাউন্ড’ এ অংশগ্রহণের জন্য আনা হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে এ অডিশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারাদেশের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকম-লী পুরো প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন। প্রধান বিচারক হিসেবে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। পুরস্কার হিসেবে দেশসেরা বাংলাবিদ পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন