মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২ পেলেন যারা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত বৃহ¯পতিবার মঞ্চ নাটকে অবদানের জন্য ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্রুপ থিয়েটারে অবদানের জন্য আটটি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। ছিলেন ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ। গত দুই বছর থিয়েটার চর্চা করছে এমন দলের মঞ্চায়িত ১৭ নাটক দেখে মূল্যায়ন করে ৭ সদস্যের জুরি বোর্ড। অধ্যাপক আবদুস সেলিমকে প্রধান করে গঠিত জুরি বোর্ডে ছিলেন ওয়াহিদা মল্লিক জলি, দেবপ্রসাদ দেবনাথ, ড. ইউসুফ হাসান অর্ক, মোহাম্মদ আলী হায়দার, ড. কামালউদ্দিন কবির ও ড. আইরিন পারভীন লোপা। পুরস্কারের জন্য মনোনীত আটটি শাখা হলো সেরা নির্দেশক, সেরা নাট্যকার, সেরা অভিনেতা (নারী), সেরা অভিনেতা (পুরুষ), সেরা মঞ্চ পরিকল্পক, সেরা আলোক পরিকল্পক, সেরা সঙ্গীত পরিকল্পক ও সেরা প্রযোজনা। বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে, নাটক মাংকি ট্রায়াল (বাতিঘর), শ্রেষ্ঠ নির্দেশক মুক্তনীল (নাটক মাংকি ট্রায়াল), শ্রেষ্ঠ অভিনেতা সুকর্ন হাসান ( নাটক রাজদ্রোহী, নাট্যদল এথিক), শ্রেষ্ঠ অভিনেত্রী মনামী ইসলাম কনক, (নাটক পুণ্যাহ নাট্যদল নাট্যকেন্দ্র), শ্রেষ্ঠ নাট্যকার বদরুজ্জামান আলমগীর, (নাটক পুণ্যাহ, নাট্যদল নাট্যকেন্দ্র), শ্রেষ্ঠ আলোক পরিকল্পক অ¤¬ান বিশ্বাস (নাটক রায়মঙ্গল, নাট্যদল অনুস্বর), শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক ইউসুফ হাসান অর্ক, (নাটক পুণ্যাহ, নাট্যদল নাট্যকেন্দ্র), শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক ইউসুফ হাসান অর্ক, (নাটক পুণ্যাহ, নাট্যদল নাট্যকেন্দ্র)। পুরস্কারের আর্থিক সম্মাননার পরিমাণ সর্বনি¤œ ২৫ হাজার টাকা। সেই সঙ্গে দেওয়া হয় একটি করে ক্রেস্ট ও সনদ। উল্লেখ্য, বাংলাদেশের মঞ্চ নাটকের দীর্ঘ অভিযাত্রায় যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম ইশরাত নিশাত। ২০২০ সালের ২০ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এই নাট্যপুরস্কার প্রবর্তন করা হয়েছে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন