মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যে কারণে সারোগেসির সাহায্য মা হলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:২২ পিএম

২০২২ সালের জানুয়ারি মাসে মা হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তার মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। তার পর কম বিতর্ক হয়নি। কেউ কেউ মন্তব্য করেন, সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার থেকে মা না হওয়া অনেক ভাল। কিন্তু এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের এক বছর পর ভাঙলেন নীরবতা। ব্রিটিশ ‘ভোগ’ পত্রিকার একটি সাক্ষাৎকারে জানালেন, কেন সারোগেসি করিয়েছিলেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল। এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব।’

এদিন নিজেদের সারোগেট সম্পর্কেও মুখ খোলেন প্রিয়াঙ্কা। তার কথায়, ‘আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার। এবং ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।’

মেয়েকে নিয়ে কটাক্ষের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কার জবাব, ‘আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। এবং শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তারমানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে। আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু আমার মেয়েকে নিয়ে কথা ওঠা কথা খুবই বেদনাদায়ক। ওকে এসবের থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না।’

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রিয়াঙ্কা মার্কিন পপতারকা নিক জোনাসকে বিয়ে করেছিলেন। গত বছরের ১৫ই জানুয়ারি সান দিয়াগোর এক হাসপাতালে জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। তারপর থেকেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল মালতী। তার ঠিক কী হয়েছিল জানা যায়নি। সম্ভবত প্রি-ম্যাচিওর্ড অবস্থায় জন্মানোর কারণে কিছু সমস্যা হয়েছিল তার। তবে সে সব পার করে মার্চ মাসে তাকে বাড়ি নিয়ে আসেন নিক-প্রিয়াঙ্কা। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন বলি তারকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন