বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গীতিকবি আশেক মাহমুদ আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম

মারা গেছেন গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ। আজ শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় গীতিকবি কবির বকুল।

কবির বকুল বলেন, ‘প্রণব ঘোষের সুরে প্রিয় শিল্পী তপন চৌধুরীর গাওয়া ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’ গানের গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আজ ভোরবেলা আমাদের ছেড়ে চলে গেছেন।’

কবির বকুল আরও জানান, আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি’-এর গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ। তার লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’ প্রভৃতি। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক শিল্পীর জন্য গান লিখেছেন আশেক মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন