বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কখনও একই চরিত্রে দুইবার অভিনয় করিনি-আজিজুল হাকিম

রিয়েল তন্ময় | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেতা আজিজুল হাকিম। বর্তমানে এ অভিনেতা তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন বলে জানান। এগুলো হলো ‘বকুলপুর’, ‘গোলমাল’ ও ‘সরকার অ্যান্ড সন্স’। ভাল গল্প এবং নির্মাণশৈলীর কারণেই ধারাবাহিকগুলোতে অভিনয় করছেন তিনি। আজিজুল হাকিম বলেন, আমাদের টিভি ধারাবাহিক নাটকের গল্প নিয়ে নানা রকম অভিযোগ শোনা যায়। সব নাটকই যে ভাল হচ্ছে, সেটি বলব না। তবে আমি ভাল গল্পের নাটকেই কাজ করছি। দীর্ঘ অভিনয় জীবনে আজিজুল হাকিম বরাবরই বৈচিত্র্যময় গল্প ও চরিত্র খোঁজেন। পছন্দ হলে অভিনয় করেন। তা নাহলে, করেন না। সম্প্রতি তিনি নতুন এক চরিত্রে অভিনয় করেছেন। তার মেকআপ-গেটআপেও আনা হয়েছে পরিবর্তন। ‘টেম্পু’ নামে একটি টেলিফিল্মে তাকে এ ধরনের রূপে দেখা যাবে। জাকির হোসেন উজ্জ্বল রচিত টেলিফিল্মটি নির্মাণ করেছেন রানা বর্তমান। আজিজুল হাকিম বলেন, আমি কখনও একই চরিত্রে দুইবার অভিনয় করিনি। বরাবরই নতুন নতুন চরিত্রে কাজ করার জন্য সময় নিয়েছি। সেভাবেই কাজ করছি। দর্শক হয়ত তাই এখনও আমাকে ভালবাসেন। যখন আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম, দেখেছি আমার চারপাশের মানুষজন আমাকে কতটা ভালবাসেন। তাদের সেই ভালবাসার টানেই কাজ করার শক্তি পাই। ‘টেম্পু’র নির্মাতা রানা বর্তমান বলেন, টেলিফিল্মটিতে আজিজুল হাকিমের প্রথম লুকের একটি ছবি মিডিয়া পাড়ায় আলোচনা ঝড় তোলে। অনেকেই বলছেন, আজিজুল হাকিমকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছি। আবার কেউ কেউ বলেছেন বাংলাদেশের নাসির উদ্দিন শাহ। এদিকে, আজিজুল হাকিম সরকারি অনুদানের একটি সিনেমার কাজ শেষ করেছেন। তিনি বলেন, সরকারি অনুদানে ‘মিঠুর একাত্তর যাত্রা’ নামে একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করেছি। সিনেমা আসলেই বড় একটি মাধ্যম। অর্থের সংস্থান যেমন বেশি লাগে, তেমনি প্রচুর লোকের আয়োজন থাকে। ভাল গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন