সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল-এর লেখা ‘আমার দেখা আমার শেখা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি বিকালে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বিজনেস ফাইল এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টি (জেপি)-এর মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, বই হচ্ছে সভ্যতার শেকড়, বই মানুষকে প্রাণবন্ত করে ও উদ্দীপ্ত করে। একমাত্র বইয়ের মধ্যদিয়েই মানুষ শত বছর পেছনের কিংবা আগামীর সৃষ্টিশীলতাকে হৃদয় দিয়ে ধারণ করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক মন্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মধুসূদন ম-ল, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নির্বাহী সদস্য দুলাল খান, কথাসাহিত্যিক ওয়াহিদ মুরাদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও সাহিত্যিক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মিডিয়া ক্লাব সভাপতি অভি চৌধুরী। লেখক সাংবাদিক জামাল উদ্দিন জামাল বলেন, ‘আমার দেখা, আমার শেখা’ বইটি সকল পর্যায়ের পাঠকের হৃদয়ে দাগ কাটবে বলে আমার বিশ^াস। আমি একজন লেখক হিসেবে মানুষের হৃদয়ে থাকতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন