আমেরিকান গায়িকা ম্যাডোনা, হলিউডের একজন আইকনিক গায়িকা। গায়িকার পাশাপাশি, তিনি একজন আমেরিকান গীতিকার এবং অভিনেত্রীও বটে। গোটা বিশ্বে তাঁকে চেনে অসাধারণ কণ্ঠের জন্যেই। তাঁর অধিকাংশ গানই নির্মিত রাজনৈতিক, ধর্মীয়, যৌনতা অবলম্বনে। ২০ বছর বয়স থেকেই বিনোদন জীবনের আত্মপ্রকাশ ‘পপ রানি’র। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, খুব শীঘ্রই ক্যারিয়ারের ৪০তম বার্ষিকী উদযাপনে তিনি গোটা বিশ্বজুড়ে কনসার্ট করবেন। ‘দ্য ম্যাটেরিয়াল গার্ল’ ম্যাডোনা তাঁর ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ‘সেলিব্রেশন ট্যুর’ শিরোনামের একটি পোস্ট করে বিশ্ব ভ্রমণের ঘোষণা করেছেন। জানিয়েছেন, এই কনসার্টগুলিতে তাঁর চার দশকের ক্যারিয়ারের সেরা হিটগুলি থাকবে। ১৯৮৩ সালের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯-এর ম্যাডাম এক্স-সবটাতেই তিনি পারফর্ম করবেন। ঘোষণার আগে তিনি ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে ফেলে, তাঁর সফরের একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই জানান তিনি বিশ্বভ্রমণের কথা। ভিডিওটি রয়েছে, অ্যালেক কেশিশিয়ানের ১৯৯১ সালের ‘ডকুমেন্টারি ট্রুথ অর ডেয়ার’-এর চিত্তাকর্ষক দৃশ্য, যা ১৯৯০ সালে ম্যাডোনার বিতর্কিত ‘ব্লন্ড অ্যাম্বিশন’ সফরের বর্ণনা। এছাড়াও ভিডিওতে ৬৪ বছর বয়সী গায়িকাকে দেখা গিয়েছে, তাঁর ঘনিষ্ঠ বন্ধু জুড আপাটো, ল্যারি ওয়েন্স, মেগ স্টলটার, লিল ওয়েন, বব দ্য ড্র্যাগ কুইন, ডিপ্লো, জ্যাক ব্ল্যাক, কেট বারলান্ট, এরিক আন্দ্রে এবং অ্যামি শুমারের সঙ্গে। জানা গিয়েছে, ম্যাডোনার বিশ্বভ্রমণ শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে। এবং ১ ডিসেম্বর আমস্টারডামে শেষ হবে। তার আগে তিনি নিউইয়র্ক, বার্সেলোনা, প্যারিস, লন্ডনে শো করবেন। ২০ জানুয়ারি থেকে ট্যুরের টিকিট বিক্রি শুরু হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ২০ বছর বয়সে, ম্যাডোনা আধুনিক নৃত্যে ক্যারিয়ার গড়ে তোলার জন্যে নিউইয়র্ক চলে যান। সেখানে রক ব্যান্ড ব্রেকফাস্ট ক্লাব এবং এমিতে ড্রামার, গিটারিস্ট এবং ভোকালিস্ট হিসেবে পারফর্ম করার পর, তিনি তার প্রথম স্টুডিও অ্যালবাম ম্যাডোনা (১৯৮৩) দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। ম্যাডোনার সফল গানের তালিকার মধ্যে রয়েছে, ‘লাইক এ ভার্জিন’, ‘লা ইসলা বোনিতা’, ‘লাইক এ প্রেয়ার’, ‘ভোগ’, ‘টেক এ বাও’, ‘ফ্রোজেন’, ‘মিউজিক’, ‘হ্যাং আপ’, এবং ‘ফোর মিনিট’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন