সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যাহের আলভী’র ১০১ নাটকের মিলিয়ন ভিউ অতিক্রম!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

বর্তমান নাটকে ভিউয়ের দৌরাত্বে মিলিয়ন ভিউস মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মিলিয়ন ভিউস অতিক্রম করেছে এমন নাটকের সংখ্যা কম নয়। ভিউকে টার্গেট করেই নির্মিত হচ্ছে নাটক। সবার টার্গেট এই ভিউস। তবে এক অভিনেতার ১০০ নাটক মিলিয়ন ভিউস অতিক্রম করেছে এমন ঘটনা নজিরবিহীন। এ ঘটনা ঘটিয়েছেন ছোট পর্দার ব্যস্ত অভিনেতা যাহের আলভী। এই অভিনেতার অভিনীত প্রায় তিন শতাধিক নাটকের মধ্যে সম্প্রতি ১০১টি নাটক মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। গত রোববার সন্ধ্যায় এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন এই অভিনেতা। ২০১৩ সালে অভিনেতা ও নির্মাতা শাহেদ শরিফের ‘অসমাপ্ত কাহন’ নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন যাহের আলভী। এর পর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতার ১০১টি নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি বলেন, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এর কৃতিত্ব আমার দর্শকদের। যারা আমাকে ভালোবেসেছে, আমার কাজগুলো দেখেছে। যাদের সঙ্গে কাজ করেছি, প্রতিটি টিম আমার এই সাফল্যের ভাগীদার। আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞ। ১০০টি নাটকে ভিউ অতিক্রম করতে কত সময় লেগেছে? এমন প্রশ্নে যাহের বলেন, এই সময়টা খুব বেশি দিন না। মাত্র দেড় বছরে এই ভিউ অতিক্রম করেছে। তিনি বলেন, বরাবরই ভিন্নধর্মী গল্পে নিজেকে মেলে ধরতে চেষ্টা করি। সামনে এই ধারাটা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে আশা করছি। আলভীর ১০০টি নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হচ্ছে, চিনাবাদাম, ঊনত্রিশ রোজা, কলেজ লাভ, তিন গুটি, উদার ভালোবাসা, প-িত জামাই, লটারি, তিন সতীনের ঘর, চোরে চোরে টক্কর, প্রেমবাজ, ক্রেজি লাভার, তোমার যত রাগ, অশিক্ষিত, ভালোবাসার ঠিকানা, আজব মহব্বত ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন