রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১৭-তে পা দিল নকশীকাঁথা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

২০০৭ সালের ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডদল নকশীকাঁথার। আজ ব্যান্ডটির ১৬ বছর পূর্ণ হয়েছে। নকশীকাঁথার প্রতিষ্ঠাতা ভোকালিস্ট সাজেদ ফাতেমী বলেন, ব্যান্ড প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশের সামাজিক সংকটগুলো গানের মধ্য দিয়ে তুলে আনা। সেই গানের ভিত্তি হবে লোকজ সুর ও টান। ২০১০ সালে সেই উদ্দেশ্যের সাথে যুক্ত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগান। বিশ্ববাসীর সামনে এবং বিশ্বের নানান ভাষার লোকগান বাংলা ভাষাভাষী শ্রোতা ও দর্শকদের সামনে তুলে ধরা হয়। তখন থেকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছে নকশীকাঁথা। তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে একনিষ্ঠভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছে নকশীকাঁথার সদস্যরা। এর মধ্য দিয়ে তারা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে। দুটি অ্যালবামসহ এ পর্যন্ত প্রকাশিত দলটির গানের সংখ্যা ৭০। ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে আজ প্রকাশিত হয়েছে ৭১তম গান। ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এর টাইটেল সং ‘নজর রাখিস’ এর মূল বক্তব্যই হলো ‘দেশের প্রতি অঙ্গীকার’। দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশিত হয় ২০১৬ সালে। নকশীকাঁথার লাইন আপ হচ্ছে, সাজেদ ফাতেমী- ভোকালিস্ট ও পারকেশনিস্ট। জে আর সুমন- লিড গিটার, রাবাব ও ম্যান্ডোলিন। বুলবুল- কাহন, ঢোল ও তবলা। রোমেল- কী-বোর্ড ও মেলোডিকা এবং ফয়সাল- বেইজ গিটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন