মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হাসুরা আক্তার রুমকির চিত্রপ্রদর্শনী সেল্ফ অ্যান্ড আদার্স

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে হাসুরা আক্তার রুমকির ‘সেল্ফ অ্যান্ড আদার্স’ শীর্ষক চিত্রপ্রদর্শনী শুরু হচ্ছে। বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং সাংস্কৃতিক কর্মী শমী কায়সারের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হবে শুক্রবার সন্ধ্যা ৫.৩০ টায়। হাসুরা আক্তার রুমকির চিত্রকর্মের মূল বিষয় হলো মানুষ। তার চিত্রগুলির বৈশিষ্ট্য দা ভিঞ্চির কথা, ‘একজন মানুষের মুখ তার আত্মার জানালা।’ রুমকি প্যাস্টেল, এক্রেলিক, চারকোলসহ অন্যান্য মাধ্যমে দক্ষ এবং তিনি অতি পরিচিত বিষয় না এঁকে; বরং সে রূপের বাইরে, অদৃশ্য জগতকে ¯পর্শ করতে চান। তার পেইন্টিংয়ে রয়েছে মায়া এবং মানুষের মধ্যে সংযোগের আকাক্সক্ষা। এর উপর ভিত্তি করে তার রচনাগুলিতে, অন্ধকার এবং রঙের বন্ধন বা বিরোধপূর্ণ উপস্থাপনায় যে দ্বান্দ্বিক সূত্র খুঁজে পাওয়া যায়, তা জীবনের সারাংশকে প্রকাশ করে। ঢাকার রিকশা ও রিকশাচালকদের দিকে গভীর মমতায় তাকিয়ে এবং তার আশেপাশের মানুষদের অনুভূতি রুমকি তার চিত্রকর্মে তুলে ধরেছেন। হাসুরা আক্তার রুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের, ওরিয়েন্টাল আর্ট বিভাগ থেকে বিএফএ (সম্মান) এবং এমএফএ করেছেন। তিনি এ পর্যন্ত দেশ-বিদেশে অনুষ্ঠিত বেশ কয়েকটি গ্রুপ আর্ট প্রদর্শনী, কর্মশালা, আর্ট ক্যা¤প, প্রকল্প এবং আর্ট রেসিডেন্সিতে অংশগ্রহণ করেছেন। ২০২১ সালে জাপানের কাহাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে তিনি গ্র্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেন। প্রদর্শনীটি চলবে বুধবার, ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯ টা। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন