শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

টেলিফিল্ম স্বর্ণমানব-এর ৫ম পর্ব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নির্মিত হলো ‘স্বর্ণমানব’ টেলিফিল্মের ৫ম সিরিজ ‘স্বর্ণমানব-৫: মাই সেকেন্ড হোম’। ড. মইনুল খানের রচনা ও সার্বিক নির্দেশনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। আজ আন্তর্জাতিক কাস্টমস দিবসে টেলিফিল্মটি প্রচার করা হবে পাঁচটি টেলিভিশন চ্যানেলে। চ্যানেলগুলো হলো চ্যানেল আই (বিকেল ৫ টা ৩০ মিনিট), বৈশাখী টিভি (রাত ১০টা), (আরটিভি (দুপুর ২টা ১৫ মিনিট), এনটিভি (রাত ৯টা ৩০ মিনিট), দীপ্ত টিভি (রাত ১১ টা ৩০ মিনিট) ও বাংলাভিশন (বিকেল ৪টা ৩০ মিনিট)। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রাশেদ সীমান্ত, রুনা খান, তারিন, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, অলিউক হক রুমী, আমানুল হক হেলাল, খালিদ ও মাসুদসহ অনেকেই। এবারের সিরিজের বিষয় চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ একজন চোরাকারবারি কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তুলে। গল্পে সেকেন্ড হোম তৈরির নামে যে অর্থপাচার হয়, তা একটা ফাঁদ। টেলিফিল্মটির শুটিং হয়েছে রাজধানীর বিমানবন্দর, রেলস্টেশন, দুটো পাঁচতারকা হোটেল ও দেশের বিভিন্ন এলাকায়। সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালানের চিত্রও উঠে এসেছে গল্পে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন