সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬ চৈত্র ১৪২৯, ২৭ শাবান ১৪৪৪ হিজিরী

সারা বাংলার খবর

সাবেক মেম্বারের বাড়ি থেকে শাশুড়ি-পূত্রবধূর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৫৪ এএম

বরিশালের বাবুগঞ্জে দেলোয়ার হোসেন নামে সাবেক মেম্বারের বাড়ি থেকে শাশুড়ি ও পূত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন দেলোয়ার হোসেনের মা লালমোন নেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে দু’নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর এক নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন