শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পঞ্চগড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৪:৩৯ পিএম

পবিত্র কোরআন শরীফ সুইডেনে পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে

শুক্রবার (২৭জানুয়ারী) জুমআর নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লইরা খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এসে জড়ো হয়।

পরে চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের পঞ্চগড় জেলা মুফতি আ ন ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানোর ব্যক্তির ফাঁসির দাবী জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন