বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সানি’র পরিকল্পনায় ক্যান্সার সচেতনতা নিয়ে ১২ শিল্পীর গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

ক্যান্সার সচেতনতা নিয়ে গান গাইলেন হালের ১২ জন কণ্ঠশিল্পী। সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ’র পরিকল্পনা ও উদ্যোগে ‘ক্যান্সার’ শিরোনামের গানটির কথা লিখেছেন নীহার আহমেদ। সুর করেছেন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। মিউজিক করেছেন সঙ্গীতপরিচালক ও কণ্ঠশিল্পী রিয়েল আশিক। ১২ জন কণ্ঠশিল্পীর মধ্যে রয়েছেন প্রমিত কুমার, মুন, সানিয়া রমা, পূর্ণ মিলন, সানি আজাদ, রিয়েল আশিক, রাইসা খান, ফারদিন খান, রুমি খান, ইবনে সালমা, নাদিরা মুক্তা এবং আতিক ইসলাম। গানটির ভিডিও পরিচালনায় থাকছেন ওয়াহিদ বিন চৌধুরী। এ প্রসঙ্গে সানি আজাদ বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি আমার বড় বোন কোলন ক্যান্সারে মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে বুঝতে পারি ক্যান্সার কতটা ভয়ংকর রোগ। এই রোগ শুধু ব্যক্তিকে নয়; আক্রান্ত ব্যক্তির পরিবারকেও মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। এই রোগ যে পরিবারে হয়; সে পরিবারের মানুষজনই শুধু এর ভয়াবহতা জানতে পারে। তাই মানুষকে কিছুটা হলেও সচেতন করার লক্ষ্যে এই পরিকল্পনা মাথায় আসে এবং আমরা একসাথে সবাই গানে গানে ক্যান্সার সচেতনতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। শিঘ্রই গানটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন