শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘পাঠান’র প্রশংসা শুনে কাঁদলেন শাহরুখ-পত্নী গৌরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৩৮ পিএম

মামলা, হুমকি আর বাধা-বিপত্তির মধ্যেই মুক্তি পেয়েছে বলিউড কিং শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। চার বছর পর পর্দায় ফেরা শাহরুখের ‘পাঠান’ ঝড় তুলেছে পর্দায়, চলছে টিকিটের জন্য হাহাকার। সিনেমাটি ৪ দিনেই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। ‘পাঠানন্র এমন সাফল্যে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন শাহরুখ। সিনেমাটির সাফল্যে কেঁদেছেন শাহরুখ-পত্নী গৌরীও।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘনিষ্ঠ বন্ধুদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন শাহরুখ খান। সেখানে সবাই ‘পাঠান’-এর প্রশংসায় পঞ্চমুখ। সবার থেকে এত প্রশংসা পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি গৌরী। এই ছবির নেপথ্যে শাহরুখের অক্লান্ত পরিশ্রম তো তিনি নিজের চোখে দেখেছেন। তাই বন্ধু এবং দর্শকের মুখে এত প্রশংসা শুনে কেঁদে ফেলেন গৌরী।

২০১৮ সালে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ চারটি বছর নিজেকে সিনেমা থেকে দূরে রেখেছিলেন বলিউডের রোমান্সের রাজা শাহরুখ খান। নতুন বছরে ফিরলেন তিনি স্বমহিমায়। শুধু ভারত নয়, গোটা বিশ্বে ঝড় তুলেছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘পাঠান’। তবে মাঝের এই চার বছর সিনেমা থেকে দূরে থাকা এতটাও সহজ ছিল না শাহরুখ খানের পক্ষে। বিশেষ করে, এমন একজন নায়ক যার জীবনের সবটাই সিনেমা ঘিরে। শুটিং ফ্লোর, অ্যাকশন, কাট থেকে দূরে থাকা তার পক্ষে কঠিন। শাহরুখের এই ফিরে আসায় তার জীবনের অন্যতম স্তম্ভ ছিলেন স্ত্রী গৌরী। সে কারণে স্বামীর সাফল্যে তিনি খুশিও বেশি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন