বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ট্যাঙ্ক বা ফাইটার জেটের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে না: মেদভেদেভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৮:৪৪ পিএম

রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বিশ্বযুদ্ধ প্রতিরোধের কথিত প্রচেষ্টা হিসাবে কিয়েভে অস্ত্র সরবরাহের ন্যায্যতা দেয়ার জন্য পশ্চিমা প্রচেষ্টার নিন্দা করেছেন।

সম্প্রতি ইতালীর প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো বলেছিলেন, রাশিয়ান ট্যাঙ্কগুলো কিয়েভ এবং ‘ইউরোপের সীমানায়’ পৌঁছলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং ইউক্রেনে অস্ত্রগুলো ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এর জবাবে মেদভেদেভ শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘প্রথমত, ইউক্রেনকে রক্ষা করা, যা ইউরোপে কারোরই প্রয়োজন নেই, কিছু ঘটলে প্রতিশোধ থেকে পৃথিবীকে রক্ষা করবে না।

দ্বিতীয়ত, একবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, দুর্ভাগ্যবশত তা ট্যাঙ্কে বা এমনকি ফাইটার জেটেও শেষ হবে না। তারপর সবকিছু অবশ্যই ধুলায় পরিণত হবে।’ সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন