মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আলীরাজের জাদুতে মুগ্ধ মানুষ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদশে সিভিল এভিয়েশনের ৩০তম কসকপ- এস’এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ম্যাজিসিয়ান আলীরাজের একটানা ৩০ মিনিট জাদু প্রদর্শনী। ধানসিঁড়ি কমিউনেকেশনস আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের আমন্ত্রিণ অতিথিরা অংশগ্রহণ করেন। আলীরাজ ম্যাজিকের মাধ্যমে শূন্য থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এসে মুগ্ধ করেন উপস্থিত অতিথিদের। এছাড়া শূন্যে ভাসমান তরুণী এবং সেই তরুণীর অদৃশ্য হয়ে যাওয়াসহ বেশ কয়েকটি ব্যাতিক্রমী জাদুু প্রদর্শনীর মাধ্যমে তাক লাগিয়ে দেন। আলীরাজ বলেন, জাদুুশিল্প সংস্কৃতির অন্যতম একটি অংশ। এ বিষয়ে সংস্কৃতি সংশ্লিষ্টদের অধিক গুরুত্ব দিতে হবে। যাদু নিয়ে ব্যক্তিগতভাবে দেশ-বিদেশে বাংলাদেশ থেকে একমাত্র আমিই প্রতিনিধিত্ব করে যাচ্ছি। বিশে^র বিভিন্ন দেশে যাদু অন্যসব কিছুর মধ্যে অন্যতম এক আকর্ষণের বিষয়। দু:খজনক হচ্ছে, বাংলাদেশে যাদু শিল্পের কোন পৃষ্ঠোপোষকতার নজির নেই। অথচ একটা সময় যাদু ছাড়া পূর্ণাঙ্গ কোন অনুষ্ঠানইর হতো না। উল্লেখ্য, অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মুস্তাফি হাসিব এবং আনিকার সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন