রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:৫৫ পিএম

খুলনার ফুলতলা উপজেলায় মিলন ফকির (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে আজ সোমবার সকাল ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিলন ফকির আলকা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, আজ সকালে আইডিয়াল স্কুলের মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন। এর মধ্যে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ওই সময় মিলন দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মিলন।

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার জানান, এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে, সে ব্যাপারেও খবর পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
aman ৩০ জানুয়ারি, ২০২৩, ১:১৩ পিএম says : 0
এর দ্বারাই বুঝা যায় দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে
Total Reply(0)
Tutul ৩০ জানুয়ারি, ২০২৩, ১:১৩ পিএম says : 0
যারা এ কাজ করেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুহ ব্যবস্থা নেওয়া হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন