টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে মির্জাপুর ট্রেনস্টেশনের কাছে বংশাই রোডে রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে প্রাতভ্রমনে বের হওয়া স্থানীয় লোকজন ওই স্থানে খন্ডবিখন্ড মরদেহ পড়ে থাকতে দেখে ট্রেনস্টেশনে খবর দেয়। কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে রাত ২টা থেকে ৩টার মধ্যে বেনাপোল এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটি মির্জাপুর অতিক্রম করে।
মির্জাপুর ট্রেনস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সোমবার সকালে এসে মরদেহটি নিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন