মডেল জিজি হাদিদ তার প্রেমিক গায়ক যেইন মালিককে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানা গেছে। এই দুজন প্রায় এক বছর ধরে প্রেম করছেন।
যেইন স¤প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলে জিজি তাকে ফিরিয়ে দেন। ২১ বছর বয়সী মডেলটি যুক্তি দেখান তার বয়স বিয়ে করার জন্য এখনো কম এবং ‘তিনি বিয়ে করার জন্য প্রস্তুত বলে অনুভব করছেন না’। এইস শোবিজ ডটকমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
লাইফ অ্যান্ড স্টাইল সাময়িকীর বিবেচনায় জিজির মা ইয়োলান্ডা হাদিদ যেইনের সঙ্গে তার বিয়ে বিলম্বিত করার পেছনে আরেক বিশেষ কারণ।
এক সূত্র বলেছে, “তিনি (জিজি) তার মা ইয়োলান্ডা হাদিদের পরপর দুটি তিক্ত বিবাহবিচ্ছেদ দেখেছেন তাই যেইনের আজীবন প্রতিশ্রæতিবদ্ধ থাকার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হয়ে এগুতে চাইছেন না।”
জিজির বাবা মোহাম্মদ হাদিদের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার মার সঙ্গে মিউজিশিয়ান ডেভিড ফস্টারের ছাড়াছাড়ি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন