অভিনেত্রী ও পরিচালক সোনি রাজদান ১০ বছর পর টিভি পর্দায় ফিরছেন। তিনি ‘বুনিয়াদ’, ‘জুনুন’ এবং ‘অওর ফির এক দিন’-এর মতো ক্লাসিক টিভি শোগুলোতে কাজ করেছেন। তাকে শেষ দেখা গেছে ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ সিরিয়ালে।
জানা গেছে, সিদ্ধার্থ পি. মালহোত্রার নির্মিতব্য সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকায় ফিরবেন সোনি রাজদান। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন কিথ সিকুরিয়া।
সিরিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে তিনি এই সিরিয়ালে এক রাজপরিবারের প্রধানের ভ‚মিকায় অভিনয় করবেন।
সূত্র বলেছে, “সোনি নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। এই চরিত্রটি কাহিনীতে গুরুত্বপূর্ণ। রাজস্থানের পটভূমিতে সিরিয়ালটির শুটিং শুরু হবে জানুয়ারিতে। প্রথম শিডিউলের শুটিং হবে জয়পুরে।”
সোনি রাজদান মহেশ ভাটের স্ত্রী এবং অভিনেত্রী আলিয়া ভাটের মা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন