শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক পাল্টা হাওয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’। মানস পালের রচনা ও নাহিদ নিয়াজী রিপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, মিলন ভট্টচার্য, ঊর্মিলা শ্রাবন্তী কর, স্বর্ণলতা, শাহনাজ খুশী, তানিয়া আহমেদ, রিমি করিম, মাহমুদা মাহা প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। নাটকটি প্রসঙ্গে পরিচালক নাহিদ নিয়াজী বলেন, ‘ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। অনেক দিন পর ধারাবাহিক নাটক নির্মাণ করছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এতে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবে। অভিনেত্রী ঊর্মিলা বলেন, ‘আমি সাধারণত গল্প-চরিত্র পছন্দ না হলে সেই কাজ করি না। ফলে আমার কাজের সংখ্যাও অনেক কম। এ ধারাবাহিকের গল্পে ভিন্নতা আছে। এ কারণে কাজটি করেছি।’ মীর সাব্বির বলেন, ‘নির্মাতা খুব যতœ করে কাজটি করছেন। আশা করি, দর্শক খুব ভালো একটি কাজ দেখতে পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন