বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বইমেলা সরাসরি উপস্থাপনায় ইমদাদুল হক মিলন আফসানা মিমি ও শহিদুল আলম সাচ্চু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রতি বছরই চ্যানেল আই একুশে বইমেলার খবরাখবর প্রতিদিন সরাসরি সম্প্রচার করে। এবারও করবে। তবে এবার উপস্থাপনায় আনা হয়েছে ভিন্নতা। উপস্থাপনা করবেন প্রখ্যাত অভিনেত্রী আফনানা মিমি, শহিদুল আলম সাচ্চু এবং জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মেলার বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ভিজ্যুয়ালী অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। মেলার সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরেন ঐক্যডটকমডটবিডি’র পক্ষে আমীরুল ইসলাম এবং বিবিএস ক্যাবলস্ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, আনন্দ আলোর পক্ষে সম্পাদক রেজানুর রহমান এবং সহযোগী সম্পাদক রাজু আলীম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তুক প্রকাশনা সমিতির সহসভাপতি ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, আনন্দ আলো বইমেলায় প্রকাশিত বইয়ের উপর বিবেচনা করে প্রতিবারের মতো কয়েকটি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে এবং মেলার বিস্তারিত নিয়ে প্রতিদিন একটি করে বুলেটিন প্রকাশ করা হবে। বুলেটিন মেলায় আগত দর্শনার্থীদের বিনামূল্যে বিতরণ করা হবে। মেলা আরো উপস্থাপনা করবেন হাসান সাফি। এছাড়া চ্যানেল আইয়ের পর্দায় পুরো ফেব্রুয়ারিজুড়ে থাকবে বইমেলা নিয়ে নানা অনুষ্ঠানমালা, মুক্তিযুদ্ধের নাটক, টেলিফিল্ম, সিনেমা ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন