কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি-২০২৩) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই ঐ ফ্ল্যাটে থাকতেন বলে জানা যায়। আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায় নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন