চিত্রনায়ক ফেরদৌস প্রথমবারের মতো উপন্যাস লিখেছেন। তার উপন্যাসের নাম ‘এই কাহিনী সত্য নয়’। গতকাল বিকেলে একুশে বইমেলাতে ফেরদৌস উপন্যাসেরর মোড়ক উন্মোচন করেন। ফেরদৌস বলেন, প্রথম উপন্যাস লিখতে গিয়ে নিজের জীবনের অনেক ঘটনাই উঠে এসেছে। এটা সবাই জানেন যে, বন্ধুবৎসল । সবার সঙ্গে মিলে মিশে পথচলা, আগামীর পথে এগিয়ে চলাই আমার ভালোলাগা। উপন্যাসটিতে পাঠক ভালোবাসা খুঁজে পাবেন। উপন্যাসটি লিখতে গিয়ে আমি নিজেই গল্পের ভেতর ঢুকে পড়েছিলাম। আমার বিশ^াস, যারা উপন্যাসটি পড়বেন, তাদের ভালো লাগবে। আমি নিজেও অনেকের গল্পের বই অবসরে পড়ি। যখন ছাত্র ছিলাম, তখন থেকেই বই পড়ার অভ্যাস আমার। সেই অভ্যাস আমার এখনো রয়েগেছে। তাই সকল শ্রেণীর পাঠকের কথা মাথায় রেখেই উপন্যাসটি লিখেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন