বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ থেকে শুরু হচ্ছে মোবাইল চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আজ থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব। উৎসবে বিশ্বের ২৫টি দেশের ১৬৩টি চলচ্চিত্র থেকে বাছাই করা ২৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের ভেন্যু হচ্ছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ক্যা¤পাস এবং সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্স। দুই পর্বে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে ৫ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্সে। এদিন ১০টি চলচ্চিত্র নিয়ে একটি প্রদর্শনী হবে এবং ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। এবার মোট পাঁচটি বিভাগে চলচ্চিত্র জমা নেওয়া হয়েছে। প্রথম বিভাগ ওপেন ডোর, এই বিভাগে কোনও বয়স এবং সময় নির্ধারিত ছিল না। বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পাবে এই বিভাগের শ্রেষ্ঠ চলচ্চিত্র। শর্ট ফিল্ম বিভাগে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা এবং এই বিভাগের শ্রেষ্ঠ চলচ্চিত্রটি পাবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতা করছে ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’-এর জন্য। এ বছর সংযোজন করা হয়েছে আরও দুইটি নতুন বিভাগ। ভার্টিক্যাল চলচ্চিত্রের জন্য রয়েছে ‘ডিআইএমএফএফ বেস্ট ভার্টিক্যাল ফিল্ম’ এবং শ্রেষ্ঠ মোজো ছোট গল্পের জন্য রয়েছে ‘এমএসজে বেস্ট মোজো’। উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ প্রতিপাদ্যে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এই আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন