নতুন নতুন ধারাবাহিকের ভিড়ে নিজের জায়গা ধরে রাখতে একেবারে অটুট স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। গত কয়েক সপ্তাহ জুড়েই টিআরপিতে রাজত্ব করে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার রসায়নে মুগ্ধ দর্শক, কবে তাঁরা এক হবেন, সেটাই জানতে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন অনুরাগীরা। অন্যদিকে এই ধারাবাহিকের এখন মূল ইউএসপি দীপা, সূর্য্যর দুই কন্যা সোনা-রূপা। তাঁদের মজার মজার কথার যাদুতে এই ধারাবাহিকের ঞজচ-র রেটিং ক্রমশ বাড়ছে। তবে চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়ার, নম্বর অনেকটাই কমল। আসলে দীপাকে নিয়ে সূর্যর সন্দেহ একঘেঁয়ে ঠেকছে দর্শকের কাছে। এদিকে গত সপ্তাহের থেকে নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থানে ২ জগদ্ধাত্রী। তিন নম্বরে গৌরী এলো। চার নম্বরে নিম ফুলের মধু। পাঁচে রয়েছে তিয়াসা-নীলের বাংলা মিডিয়াম। সঙ্গে পঞ্চমী। তবে সবচেয়ে খারাপ খবর নিসন্দেহে সেরা দশেও টিকতে পারল না মিঠাই। আসলে মিঠি-র ট্র্যাকটা অনেকদিন থেকেই একঘেয়ে লাগছে দর্শকদের। তবে প্রথম সপ্তাহেই চমক রাখল স্টার জলসার নতুন ধারাবাহিক মেয়েবেলা। বহুদিন পর রাজনীতির ময়দান ছেড়ে অভিনয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের যাদু প্রথম সপ্তাহেই খেল দেখিয়ে দিল।
এক নজরে সেরা দশের তালিকা-
০১. অনুরাগের ছোঁয়া (৮.৮) (স্টার জলসা), ০২. জগদ্ধাত্রী (৮.৬) (জি বাংলা), ০৩. গৌরী এলো (৮.০) (জি বাংলা), ০৪. নিম ফুলের মধু (৭.৮) (জি বাংলা), ০৫. খেলনা বাড়ি (৭.৫) (জি বাংলা), ০৬. পঞ্চমী/ বাংলা মিডিয়াম (৭.১) (স্টার জলসা) ০৭. রাঙা বউ (৬.৯) (জি বাংলা), অষ্টম- এক্কা দোক্কা (৬.৮) (স্টার জলসা), ০৯. মেয়েবেলা (৬.৩) (স্টার জলসা), ১০. গাঁটছড়া (৬.২) (স্টার জলসা)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন