শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সিলেটে জরিমানা গুনলেন হিরো আলম !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম | আপডেট : ৬:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ার বির্তকিত মুখ আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা ও মামলা করেছে হকিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় হিরো আলমের গাড়িটি আটক করে এ মামলা দেয়া হয়।

এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি গ্রহনের জন্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় য্ওায়ার পথে জরিমানার মুখে পড়েন তিনি। পরে ২৫ হাজার টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেয়া হয় গাড়িটি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনের মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি যাচ্ছিল ৯০ কিলোমিটার গতিতে। এ সময় গাড়িটি আটক করে ২৫ হাজার টাকার জরিমানা মামলা দেওয়া হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন