প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। এই সিজনে সারাদেশ থেকে ২০ জনের বেশি শিল্পী একত্রিত হয়ে ১০টিরও বেশি গান উপহার দিবেন। গানগুলোতে থাকবে মিউজিক্যাল ফিউশন, বৈচিত্র্যময় পারফরম্যান্সসহ আরও অনেক কিছুর সমন্বয়। গানগুলোতে অংশ নেবেন বিভিন্ন ধারার শিল্পীরা। নতুন এবং নিজস্ব সংস্কৃতির মিশ্রিত সুরের সাথে উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে গান পরিবেশন করা হবে। এবার প্রথম সিজনের পরিচিত কিছু মুখের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পী প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলা’য় অংশ নিচ্ছেন। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সঙ্গীত প্রযোজক হিসেবে থাকছেন সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, তবে এবার তার সাথে এই ভ‚মিকায় যোগ দিচ্ছেন প্রীতম হাসান, ফুয়াদ আলমুক্তাদির, ইমন চৌধুরী ও শুভর মতো বিখ্যাত শিল্পীরা। দ্বিতীয় সিজন নিয়ে কোক স্টুডিও বাংলা’র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, নতুন সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সাথে থাকছেন প্রবাসী বাংলাদেশী শিল্পীরাও। আশা করছি, আমাদের ভক্ত-শ্রেতারা হতাশ হবেন না এবং আমরা তাদের চমৎকার সব গান উপহার দিতে পারবো। ১৪ ফেব্রæয়ারি প্রচার হবে দ্বিতীয় সিজনের প্রথম গান। এ উপলক্ষে সারা দেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যথাসময়ে জানিয়ে দেয়া হবে। বাংলাদেশসহ সারাবিশ্বের শ্রোতারা গানগুলো শুনতে পাবেন কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার ¯পটিফাই এবং কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজন দারুণ সফল ছিল। ভক্তদের তুমুল সাড়া আমাদের অভিভ‚ত করেছে, একইসাথে দ্বিতীয় সিজনে আরও ভালো এবং বড় কিছু করার উৎসাহ যুগিয়েছে। দর্শক-শ্রোতারা নতুন সিজনের গানগুলোও পছন্দ করবেন বলে আমরা আশাবাদী। গানগুলো তারা লাইক ও শেয়ার করবেন, গানের সাথে গলা মেলাবেন, গানের তালে নাচবেন, এটাই আমাদের চাওয়া। উল্লেখ্য, প্রথম সিজনে কোক স্টুডিও বাংলা’র ভিউ ১৪.৭ কোটির বেশি এবং এর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৯ লাখ ৭৭ হাজারের বেশি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন