মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কমেডি চরিত্রে কম অভিনয়ের কারন জানালেন সালমা হায়েক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২১ পিএম

সালমা হায়েককে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি হলেন ম্যাক্সিকান এবং আমেরিকান টিভি, চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তবু হলিউডের কমেডি সিনেমায় অভিনয় করতে সমস্যা হচ্ছে সালমা হায়েকের। অতিরিক্ত আবেদনময়ী হওয়ায় সিনেমা থেকে বাদ পড়তেন এ হলিউড অভিনেত্রী! সম্প্রতি দেওয়া এক নতুন সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি নিজেই।

সালমা হায়েক বলেন, হলিউডে প্রায় ২০ বছর ধরে কমেডি চলচ্চিত্রে অভিনয় করতে সমস্যা হয়েছে তার। কারণ নির্মাতারা এই জনরার (চরিত্র) তুলনায় অতিরিক্ত আবেদনময়ী মনে করতেন তাকে!

সাক্ষাৎকারে সালমা হায়েক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে টাইপ কাস্ট ছিলাম। পুরো জীবন আমি কমেডি করতে চেয়েছিলাম কিন্তু নির্মাতারা আমাকে কমেডি দেয়নি। অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো কমেডি ভূমিকায় নিজেকে মেলে ধরতে পারিনি। এরপর ২০১০ সালে ‘গ্রোন-আপ’ চলচ্চিত্রে সুযোগ দেন অ্যাডাম স্যান্ডলার। কিন্তু আমি তখন চল্লিশের কোঠায়!’

কমেডি চলচ্চিত্র না পাওয়ার কারণ হিসেবে সালমা হায়েক বলেন, ‘নির্মাতারা বলতেন, তুমি সেক্সি। তাই তোমার হাস্যরসের অভিনয় করা উচিত নয়। এই জনরার তুলনায় তুমি অতিরিক্ত আবেদনময়ী!’

কমেডিতে অভিনয়ের সুযোগ না পাওয়া তাকে হতাশ করেছিল কিনা, সে বিষয়ে কথা বলতে গিয়ে হায়েক বলেন, ‘আমি তখন কষ্ট পেতাম। কারণ আমি কমেডি ঘরানার অভিনয় পছন্দ করি। অথচ আমি সেই জায়গাটা পাচ্ছিলাম না। আমি অনেক ভালোমানের চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, তবে মনের মধ্যে সব সময় একটা আক্ষেপ থেকে যেত। কিন্তু এখন আমি প্রতিটি ঘরানার কাজ করছি। আমি ফুরিয়ে যাইনি। আমি আসলে কারো ওপরে রাগ করি না। হাসিখুশি থাকি। যা কিছু পেয়েছি জীবনে, যথেষ্ট মনে করি।’

এদিকে সালমা হায়েককে আগামীতে দেখা যাবে স্টিভেন সোডারবার্গের ‘ম্যাজিক মাইকের লাস্ট ড্যান্স’ চলচ্চিত্রে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চ্যানিং ট্যাটাম, জুলিয়েট মোটামেড, ম্যাথু ম্যাকনাহে ও কেটলিন জেরার্ড। সিনেমাটি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন