মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরলোকে ‘দ্য লাস্ট অফ আস’-খ্যাত অভিনেত্রী অ্যানি ওয়ার্শিং

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

হলিউডে ফের শোকের ছায়া। মাত্র ৪৫ বছর বয়সেই প্রয়াত হলেন টেলিভিশন অভিনেত্রী অ্যানি ওয়ার্শিং। যিনি টেলিভিশন শো ‘টোয়েন্টি ফোর’, ‘বশ’, ‘টাইমলেস’-এ তাঁর অসামান্য ভূমিকা এবং ভিডিও গেম ‘দ্য লাস্ট অফ আস’-এ টেস চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। প্রায় দুবছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর মুখে হার মানলেন অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর পরিবারের জন্যে তহবিল সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। মিসেস ওয়ার্শিং তাঁর স্বামী এবং তিন ছেলে ফ্রেডি, ওজি এবং আর্চিকে রেখে গিয়েছেন। অভিনেত্রীর স্বামী স্টিফেন ফুল সিএনএন-কে দেওয়া একটি বিবৃতিতে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আজ আমরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম। তিনি সহজ মুহূর্তে তার পরম গন্তব্য খুঁজে পেলেন। নাচের জন্য তাঁর কোনও সঙ্গীতের প্রয়োজন ছিল না। তিনি আমাদের সবসময়ই দুঃসাহসিক কাজের জন্য অপেক্ষা না করা শিখিয়েছেন। অভিনেত্রী ২০২০ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। মিসেস ওয়ার্শিং, সেন্ট লুইস, মিসৌরিতে জন্মগ্রহণ করেন। মাত্র ২৪ বছর বয়সে ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’, ‘মার্ভেল’স ‘রানাওয়েজ’, ‘দ্য রুকি’ এবং ‘স্টার ট্রেক: পিকার্ড’-এর মতো একাধিক শোতেও উপস্থিত ছিলেন। তিনি প্রায় দুই দশক মার্কিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। এইচবিও ম্যাক্স সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর নিল ড্রুকম্যানও মিসেস ওয়েচিং-এর মৃত্যুতে সমবেদনা জানিয়ে বলেছেন, এইমাত্র জানতে পারলাম আমার প্রিয় বন্ধু অ্যানি ওয়ার্শিং মারা গিয়েছেন। আমরা হারালাম একজন সুন্দর শিল্পী ও মানুষকে। আমার হৃদয় ভেঙ্গে গিয়েছে। প্রয়াত অভিনেত্রীর বন্ধু অ্যাবিগেল স্পেন্সার ইনস্টাগ্রামে লিখেছেন, তাঁর মৃত্যু আমাদের সম্প্রদায়ের জন্য একটি ধ্বংসাত্মক ক্ষতি। তিনি আপনার প্রিয় শো এবং আমাদের অনেকের মেরুদ- ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন