শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের-অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস শাকিবের ভূয়সী প্রশংসা করলেন। তার ক্যারিয়ার গড়ে দেয়ার ভূমিকা নিয়ে শাকিবের প্রশংসা করেছেন তিনি। কলকাতায় বইমেলায় গিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক আড্ডায় অপু কথা বলতে গিয়ে বলেন, সত্যিকার অর্থে, শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতে পারতাম না। সহ-অভিনেতা হয়ে সে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারাজীবন সেই সম্মান থাকবে। ছেলে জয়কে দেখাশোনার বিষয়ে অপু বলেন, আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে এভাবেই চলছে। উল্লেখ্য, শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তান নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন