রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা হিরো আলমের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৮ এএম | আপডেট : ৯:৫১ এএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানবতার সেবায় এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে চান এই সোশ্যাল তারকা। তার ফাউন্ডেশনের নাম ‘হিরো আলম ফাউন্ডেশন’ রাখবেন বলে জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘জনগণ বলছে, আমি তাদের লোক। তাই তাদের পাশে থাকতে চাই। এ কারণে মানবতার সেবায় এবার নিজের নামে ফাউন্ডেশন খুলবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি একা তো সবকিছু করতে পারবো না। তাই সবার সাহায্য সহযোগিতা নিয়ে এই ফাউন্ডেশন পরিচালনা করবো। বুধবার এ কথা জানান হিরো আলম।’

হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবা দেওয়ার মধ্য দিয়ে এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হবে জানিয়ে হিরো আলম বলেন, ‘অনেক আগে থেকে মানবতার সেবায় বিভিন্ন জেলায় নানা কার্যক্রম চালিয়ে আসছি। সিলেটে বন্যার সময় সামর্থ অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেছি। বগুড়ায় ত্রাণ কার্যক্রম ছাড়াও ঈদে গরিব মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছি। এখন হিরো আলম ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া সদরের সর্বস্তরের মানুষ যেভাবে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।’

ফাউন্ডেশন চালানোর মতো সামর্থ ও অর্থ হয়তো আমার কাছে নেই উল্লেখ করে হিরো আলম বলেন, ‘আমার কাজের কারণে দেশ–বিদেশে অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী হয়েছে। তারা সব সময় আমার পাশে ছিলেন। আশা করছি, এই মানবিক উদ্যোগে আমার পাশে সবাই থাকবে।’

উল্লেখ্য, হিরো আলমকে গাড়িটি উপহার দিয়েছেন হ‌বিগ‌ঞ্জের চুনারুঘাট উপ‌জেলার নরপ‌তি গ্রামের শিক্ষক এম মুখলিছুর রহমান। গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন তিনি। এরপর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হিরো আলমের কাছে গাড়ি হস্তান্তর করেন ওই শিক্ষক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন