শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাই টু রাঙ্গামটির আগর বাগানে উপজাতির লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৯ পিএম

কাপ্তাই টু রাঙ্গামাটি আসামবস্তী সড়কের আগর বাগানে এক উপজাতির লাশ পাওয়া গেছে। শুক্রবার (১০ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে কাপ্তাই হতে রাঙ্গামাটি যাওয়ার পথে আগর বাগান বনের মধ্যে এলাকার লোকজন একটি লাশ দেখতে পায়। বনের মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পড়ে আছে। তবে মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে এলাকার লোকজন জানান। লাশের পাশে এনআইডি পাওয়া যায়। এনআইডিতে লাশের পরিচয় ও নাম ঠিকানা পাওয়া যায়। ঠিকানা অনুযায়ী মৃত্য উপজাতির নাম বিজয় চাকমা(৬৬)।পিতা মৃত সৃনীত বিকাশ চাকমা,গ্রাম খুব্বাংপাড়া,বরকল,রাঙ্গামটি। সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান ও পুলিশফোর্স ঘটনাস্থলে যায়।তিনি জানান লাশটি বিবস্ত্র অবস্থায় দেখাযায় বনের ভিতর। তবে অসুস্থ মনে হয়েছে। তিনি বলেন এটা আমার সীমানা এলাকায় মধ্যে পড়েনি। রাঙ্গামটি সদর সীমানায় ঘটেছে।তাই নিয়ম অনুযায়ী আমি লাশ গ্রহণ করেনি। আমার সীমানায় হলে তদন্তপূর্বক বিস্তারিত জানতে পাড়তাম বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন