মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসের পাঁচফোড়ন উপস্থাপনায় মীর সাব্বির ও সুমাইয়া শিমু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হয়ে আসছে এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের এইসব বিভিন্ন কর্মকা-ের ফাঁকে ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে দুই প্রতিবেশি প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সুমাইয়া শিমু। পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন সঙ্গীতশিল্পী সুমী শবনম। ‘মন তোরে দেখিতে পাই না...’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসেন ও সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে আর একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপা। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশানে গানগুলোর চিত্রায়ন করা হয়েছে। সঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সুমাইয়া শিমুকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালোবাসার গান। মনোরম কিছু লোকশানে গানটি চিত্রায়ন করা হয়েছে। নান্দনিক চিত্রায়ন ও শিল্পীদের চমৎকার অভিনয় সমৃদ্ধ গানটি দর্শকদের ভালোবাসার আনন্দ দেবে। রয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জারুলছড়ি গ্রামের মন শান্তি চাকমা নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির বাদ্যযন্ত্র ছাড়া একক কণ্ঠে দ্বৈতসঙ্গীত। চোখের আলো না থাকলেও যার দরদ ভরা কণ্ঠ সব শ্রেণীর শ্রোতা-দর্শককেই আকৃষ্ট করে। চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে গত ১৩০ বছর ধরে শীতের সময় গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হয়। তাদের এই অভিনব উদ্যোগের উপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারহবে ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত ১০:৪০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন