শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিকলীতে বৃদ্ধের লাশ উদ্ধার, আটক ২

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৯ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে মাহমুদ আলী (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ। নিহত মাহমুদ আলী নিকলী উপজেলা সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের মৃত সবুর আলী ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে সকালে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে নিকলী থানার পুলিশ। আটককৃত হলো মোঃ আব্দুল হাসিম (৫০), সেলিনা আক্তার (৪৫)। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর বেলা ঘর থেকে নিখোঁজ হয় মাহমুদ আলী, তারপর অনেক খোঁজাখুঁজি পর বাড়ির পিছনে একটি পুকুরে লাশ দেখতে পায় এলাকাবাসী, স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । এ ঘটনায় বাজিতপুর - নিকলী অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এ এসপি সুজন চন্দ্র দাসএবং নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন