শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফের বিদ্যুৎবিহীন ইনডোর

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দু’দিন আগে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শর্টসার্কিট থেকে ফ্লাডলাইটে আগুন লেগে যায়। ফলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে মালদ্বীপ-আফগানিস্তান ম্যাচটি আধঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। এবার আলো স্বল্পতায় টুর্নামেন্টের ফাইনালেও খেলা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। গতকাল এই স্টেডিয়ামে বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যে ফাইনাল চলছিল। সময় তখন বিকেল ৩টা ৫০ মিনিট। প্রথম সেট জিতে দ্বিতীয় সেটের খেলায় বাংলাদেশ ১-৩ পয়েন্টে পিছিয়েছিল। এ সময় হঠাৎ করেই মিরপুর ইনডোর স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো বন্ধ হয়ে যায়। জানা যায়, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে (ডেসকো) ফায়ারিং হওয়ায় ইনডোরের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। অবশ্য ২০ মিনিট পর বিদ্যুৎ ফিরে আসলে ফের খেলা শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন