ফেসবুক ও ইউটিউবে ট্রলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বগুড়ার আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’কে কোনো শিল্পী মনে করেন না অভিনেত্রী জোতিকা জ্যোতি। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হলে হিরো আলমের প্রসঙ্গ উঠতেই জ্যোতি বলেন, ‘তার উত্থানের পিছনে আমাদের চারপাশের মানুষ দায়ী।’
এ সময় উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, ‘আমি অভিনয় নিয়ে অনেকদিন চর্চা করছি। কিন্তু উনি গান করছেন কবিতা পড়ছেন অভিনয়সহ আরও যা করছেন কেন উনি তা উনি ভালো জানেন। ওনার জন্য আমার কোনো সমবেদনা নেই।’
সেন্সরের অনুমতি নিয়ে ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে আশরাফুল আলমের। তাহলে তিনি কেন শিল্পী না জানতে চাইলে ‘শ্রীকান্ত’, ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার এই অভিনেত্রী বলেন, ‘সেন্সর দেখে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকান্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। আমি জানিনা হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা।’
তিনি আরো বলেন, ‘যে কেউ সিনেমা করে ফেলবে এই বিষয়টাও দেখা উচিত। আমি মনে করি, যারা সিনেমা করে তাদের মানুষের রুচি তৈরিতে ভূমিকা রাখতে পারে। যদি কেউ তার (হিরো আলম)-এর সঙ্গে কাজ করে থাকে তাহলে হয়তো তাদের প্রয়োজনে করেছে। এটা তাদের রুচির ব্যাপার। কিছু বলার নেই।’
এদিকে দীর্ঘদিন নাটকে অভিনয়ের পর জোতিকা জ্যোতি এখন সিনেমায় বেশী কাজ করছেন। তিনি জানান, নূরুল আলম আতিকের পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে একটি সিনেমার অর্ধেক শুটিং শেষ করেছেন। সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামে আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন। আরও জানান, ‘আগুনের পাখি’ নামে আরেক সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। অন্য আরও একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম প্রোডাকশন হাউজ থেকে জানাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন