দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর মৃত্যু হয়েছে।
জানাগেছে, রবিবার বেলা দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ১১নং পলাশবাড়ী ইউপি'ও পলাশবাড়ী কটিয়াপাড়া গ্রামের মৃতঃ সহির উদ্দীনের পুত্র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৭২) এবং সংগীয় বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দীন (৭৩)সহ একটি মটর সাইকেল যোগে বিরল থেকে নিজ বাড়ীতে যাচ্ছিল। তারা মটর সাইকেল যোগে বজরাপুর নামক স্থানে পৌছলে একটি ট্রাক্টরকে অভারটেক করার সময় দূর্ঘটনা ঘটে। এসময় ট্রাক্টরের চাকায় পৃষ্টহয়ে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর দুটি পা'য় মারাত্মকভাবে জখম হলে স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরোও অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি মৃত্যুও কোলে ঢলে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে এসেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় ১১নং পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন