মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভ্যালেন্টাইন-ফাল্গুনে চিত্রাঙ্গদা ও ম্যাকবেথ-এর প্রদর্শনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’ এবং ‘ম্যাকবেথ’-এর চারটি বিশেষ প্রদর্শনীর অয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দু’টি প্রদর্শনী এবং পরদিন ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে নতুন প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনী পুনর্বিন্যাসে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর দু’টি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ঐতিহ্যের ধারায় গবেষণাগার নাট্যপদ্ধতিতে এ দু’টি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ এবং ‘ম্যাকবেথ’ দু’টি প্রযোজনাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়েছে। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ইতিপূর্বে দেশের নিয়মিত মঞ্চায়নের পাশাপাশি ভারতে আমন্ত্রিত প্রদর্শনী হলেও এবারে দিল্লিস্থ ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ভারত রঙ্গ মহোৎসব’-এ নির্বাচিত হয়েছে। জানুয়ারিতে ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’-এ নাট্যাচার্যকে উৎসর্গ করে ‘ম্যাকবেথ’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন