মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সঙ্গীতশিল্পী আগুন ডিজিটাল দিঘীর মাধ্যমে মৎস্য খামারি হয়েছেন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা আগুন গান থেকে দূরে রয়েছেন। কবে ফিরবেন তার নিশ্চয়তা নেই। তবে গান থেকে দূরে থাকলেও কর্মব্যস্ত রয়েছেন। মৎস্য খামারি হয়েছেন। মৎস্য চাষ করছেন। আগুন নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘী করেছি। নাম দিয়েছি ‘ডিজিটাল দিঘী’। এখানে মাছ চাষ করব। এখন থেকে এটাই হবে আমার ঠিকানা। সপ্তাহে একদিন এখানে আসব। খিচুড়ি রান্না হবে, গ্রামের লোক খাবে। তিনি বলেন, দিঘীর চারপাশে অনেক খেজুর গাছ লাগানো হয়েছে। নিরাপত্তার জন্য ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানে একটি ডেইরি ফার্ম করার পরিকল্পনা রয়েছে। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে রাখা প্রসঙ্গে বলেন, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ত আছি। আগে কাজটি গুছিয়ে নিই, তারপর সব হবে। উল্লেখ্য, আগুন প্রখ্যাত চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, সঙ্গীত পরিচালক খান আতাউর রহমানের ছেলে। বাবার পথ ধরেই গান ও অভিনয়ে আসেন। ছোটবেলা থেকেই ‘সাডেন’ নামের একটি ব্যান্ডদলের হয়ে গানের জগতে পা রাখেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গানের মধ্য দিয়ে তিনি ঝড় তোলেন। ১৯৯৭ সালে বাবার পরিচালিত ‘এখন অনেক রাত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আগুনের অভিষেক হয়। সর্বশেষ তিনি হুমায়ূন আহমেদের ‘ঘেঁটুপুত্র কমলা’ সিনেমায় চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন