সিনেমায় রাজনৈতিক ভূমিকায় দেখা গেছে অনেক অভিনয় শিল্পীকেই। এবার পুরোদস্তুর নেত্রী হিসেবেই হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে একটি সিনেমায় নেত্রীর ভূমিকায় অভিনয় করছেন বুবলী। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। বর্তমানে সিনেমাটির দৃশ্যধারণ চলছে।
সিনেমাটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘এর গল্প দারুণ। রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আমি নেত্রীর ভূমিকায় অভিনয় করছি। আশা করি দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।’
পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ। তবে এটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি।
পরিচালক আরো জানান, এই সিনেমায় বুবলীকে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। এলাকার নানা প্রতিকূলতা পেরিয়ে এক সময় বুবলী নিজেকে একজন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।
সিনেমার গল্প সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। মফস্বলের মানুষের জীবনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদ স্থানীয় মাস্তান চরিত্রে অভিনয় করছেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন