শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মোল্লা জালালের কথা ও সুরে লেমিসের ভালোবাসা দিবসের গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভালোবাসা দিবসে সঙ্গীতশিল্পী লেমিস প্রথমবারের মতো গাইলেন মেলোডি ফোক গান। বিশিষ্ট সাংবাদিক মোল্লা জালাল’র কথা ও সুরে মোল্লা জালালের ইউটিউব চ্যানেল ত্রিতাল মিউজিক থেকে ‘সখা’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। গানের কথা ‘সখা আসিলে মোর অঙ্গনে রাখিব যতনে’, হৃদয়ও মাঝে তোমায় সারাক্ষণ...।’ নতুন গান নিয়ে বলতে গিয়ে লেমিস বলেন, এখন থেকে মেলোডিয়াস গান করবেন তিনি। কারণ মৌলিক গানই একজন শিল্পীকে চিরদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখে। কিন্তু আইটেম সং মানুষ বেশিদিন মনে রাখে না। মোল্লা জালাল ভাইয়ের এ গানটি আমার খুব ভালো লেগেছে। কতটুকু গাইতে পেরেছি সে বিচারের ভার শ্রোতাদের কাছে। গানটি গানপ্রিয় মানুষের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, লেমিসের পরিচিতি পপ ঘরানার আইটেম গানের শিল্পী হিসেবে। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ চলচ্চিত্রের আইটেম গানের মাধ্যমেই আলোচনায় আসেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক চলচ্চিত্রে প্লেব্যাক করে পাদপ্রদীপের আলোয় আসেন। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে অভিষেক তার। গানকে ভালোবেসে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ সময়। গানই তার ধ্যান-জ্ঞান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন