সংস্কৃতি অঙ্গণে অবদানস্বরূপ এবার ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক দিতে যাচ্ছে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার সংস্কৃতি অঙ্গনে অবদান রাখায় শিল্পকলা বিভাগে একুশে পদক পাচ্ছেন ৮ জন শিল্পী। অভিনয়ের জন্য একুশে পদক পাচ্ছেন মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ। সঙ্গীতের জন্য মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর)। এছাড়া আবৃত্তিতে পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং শিল্পকলায় নওয়াজীশ আলী খান ও কনক চাঁপা চাকমা (চিত্রকলা) এ পদক পাচ্ছেন। একুশে পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্রের সঙ্গে চার লাখ টাকা দেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন