শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্ত্রী’র ক্যাপ্টেনসিতে লন্ডনে গেলেন ফেরদৌস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন’র ভাইস প্রেসিডেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন তানিয়া রেজা। যিনি ‘বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার’র ক্যাপ্টেন। তার অন্য পরিচয় হচ্ছে, তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ’র স্ত্রী। স্ত্রীর ক্যাপ্টেনসিতে বাংলাদেশ বিমানে চড়েই ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনে গেলেন ফেরদৌস আহমেদ। গত সোমবার ফেরদৌস আহমেদ বাংলাদেশ বিমানের যে বিমানে চড়ে লন্ডনে গিয়ে পৌঁছেলন সেই বিমানের ক্যাপ্টেন ছিলেন ফেরদৌসের স্ত্রী। ফেরদৌস বলেন, ‘আমার স্ত্রীকে অভিনন্দ জানাই, বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে তানিয়া বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছে। স্বামী হিসেবে অবশ্যই এটা আমার গর্র্বের। আর আমার জন্য এবার লন্ডনে আসার সময়টা উপভোগ্য ছিল। যে বিমানে চড়ে আমি লন্ডনে এসেছি তার ক্যাপ্টেন ছিলেন আমারই স্ত্রী। বিষয়টি আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং ভালো লাগার ছিলো। জানিনা কজন মানুষের জীবনে এমন সৌভাগ্য আসে। তিনি বলেন, লন্ডনে মূলত এসেছি আমি আমার এক বন্ধুর ডেজার্ট শপ উদ্বোধন করতে। এক সপ্তাহ থাকবো। এরপর দেশে ফিরবো ইনশাআল্লাহ।’ এদিকে গত সপ্তাহে ফেরদৌস কলকাতা গিয়েছিলেন। সেখানে একটি শো’তে অংশ নিতে তিনি গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন পর দেখা হয় কলকাতার নায়ক প্রসেনজিৎ-এর সঙ্গে। প্রসেনজিৎ এবং ফেরদৌস আহমেদ দু’জই দীর্ঘদিন পর তাদের দেখা হওয়ার মধ্যে যে ভালোলাগা ছিলো তা তাদের ফেসবুক পেজ-এ প্রকাশ করেন। সম্প্রতি ফেরদৌস শেষ করেছেন ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন পূর্ণিমা। এছাড়াও ফেরদৌস এরইমধ্যে আরো শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’,‘ দামপাড়া’,‘ রাসেলের জন্য অপেক্ষা’, ‘ক্ষমা নেই’,‘ মাইক’ সিনেমার কাজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন