শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৫ পিএম

সাতক্ষীরায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে অমিত কুমার অধিকারী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডক্টরস্ ল্যাব হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত কুমার অধিকারী সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম কুমার অধিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ওই যুবক দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। এসময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত অমিত কুমারের স্বজন সুকুমার ঢালী জানান, তিনি ‘হোমস্ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ কাজের উদ্দেশ্যে তিনি বাইরে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তপন কুমার জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে (সাতক্ষীরা-ল ১১-৫৩২৮)। তবে ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নয় বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন